|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আনোয়ারা উপজেলা শাখার নব গঠিত কমিটিতে হারেছ আহবায়ক ও ফারুখ সদস্য সচিব নির্বাচিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ সেপ্টেম্বর, ২০২০
চট্টগ্রাম প্রতিনিধি,
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আনোয়ারা উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটিতে হারেছ আহমেদ (হারেছ)কে আহবায়ক ও মো:ফারুখ হোসেনকে সদস্য সচিব নির্বাচিত করে ৭সেপ্টেম্বর সোমবার যুবদলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধরণ সম্পাদক কামরুজ্জামান দুলালের স্বাক্ষরিত চিটির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয় বলে জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও কেন্দ্রীয় সেক্রেটারি সুলতান সালাহ উদ্দিন টুকুর উপস্থিতিতেই যুবদলের বিভাগীয় টিমের পর্যালোচনা শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক মোঃ আজগর এ কমিটির অনুুমোদন দেন।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম দঃ জেলার অধীনস্ত ১১টি ইউনিট কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার(৭সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান দুলালের সাক্ষর করা পাঠানো এক চিটির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর উপস্থিতে যুবদলের বিভাগীয় টিমের পর্যালোচনা শেষে চট্টগ্রাম দ: জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক মোঃ আজগর চট্টগ্রাম দঃ জেলার ১১টি ইউনিটে ৩১সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম দ:জেলার অন্যন্যা ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন:কর্ণফুলী উপজেলায় মোঃ নুরুল ইসলামকে আহ্বায়ক ও জাহেদুল ইসলাম শমীমকে সদস্য সচিব,বাশঁখালী উপজেলার আবু আহমদকে আহ্বায়ক ও মোঃ রাসেল চৌধুরীকে ১ম যুগ্ম আহ্বায়ক,চন্দনাইশ উপজেলায় আমিনুল ইসলামকে আহ্বায়ক ও তারিকুল ইসলাম টুটুলকে সদস্য সচিব,লোহাগাড়া উপজেলায় শাব্বির আহমেদকে আহ্বায়ক ও আবু তালিবকে সদস্য সচিব,দোহাজারী পৌরসভায় ইমতিয়াজ উদ্দীন সুমনকে আহ্বায়ক ও মীর হোসেন মীরুকে সদস্য সচিব,সাতকানিয়া পৌরসভায় মোঃ আরিফ মঈনুদ্দিন শিপনকে আহ্বায়ক ও মোঃ মহিউদ্দিনকে সদস্য সচিব, বোয়ালখালী পৌরসভায় মোঃ খায়রুল বশরকে আহ্বায়ক ও মোঃ লোকমানকে ১ম যুগ্ম আহ্বায়ক, চন্দনাইশ পৌরসভায় মোঃ খালেদ রায়হানকে আহ্বায়ক ও আব্দুল মন্নানকে সদস্য সচিব, বাঁশখালী পৌরসভায় শহীদুল হক চৌধুরীকে ও শহীদুল্লাহ্ কায়সার বাদশাকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব থাকা যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান দুলালের প্রেরিত চিটিতে নবগঠিত আহ্বায়ক কমিটির অধীনস্থ ১১টি ইউনিটে দায়িত্ব পাওয়া আহবায়ক ও সদস্য সচিবকে আগামী ৩০দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আনোয়ারা উপজেলা ও দক্ষিণ জেলার নবগঠিত আহবায়ক কমিটিকে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.