|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গোপালগঞ্জে মাঠ কৃষক – কৃষানি দিবস অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ সেপ্টেম্বর, ২০২০
শান্ত রাজীব
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক, কৃষাণি প্রশিক্ষণ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে কেন্দ্রে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্র্রোগ্রাম ফেইজ ( NATP-2) প্রকল্পের আওতায় বাগানউত্তরপাড়া মহিলা সিআইজি সমবায় সমিতির কৃষানী প্রশিক্ষণ ও বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ীত আউশ ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় এর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল, ফরিদপুরের অতিরিক্ত পরিচালক মো: রিফাতুল হোসাইন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জের উপপরিচালক ড: অরবিন্দ কুমার রায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোটালীপাড়ার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: মিলন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে।
প্রশিক্ষনে ৩০ জন কৃষানী ও মাঠ দিবসে গন্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার দেড় শতাধিক কৃষক/ কৃষানী অংশগ্রহন করে।
বিভিন্ন ইউনিয়নের কর্মরত উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ ও এসময় উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.