|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ার সাচার বাজারের পুস্তক ব্যবসায়ী আব্দুস সামাদের ইন্তেকাল,দাফন সম্পন্ন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ সেপ্টেম্বর, ২০২০
মোঃ মাসুদ রানা, কচুয়া ॥
কচুয়া উপজেলার সাচার বাজারের বিশিষ্ট পুস্তক ব্যবসায়ী ও আল ইনসাফ লাইব্রেরীর প্রতিষ্ঠাতা কর্নধার মো. আব্দুস সামাদ আজাদ আর বেঁচে নেই (ইন্না.. রাজিউন)। তিনি সোমবার দিবাগত রাত ১২ টার দিকে নয়াকান্দি গ্রামের নিজ বাড়ীতে হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শেষ নি:শ^াস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিলো ৪৭ বছর। তিনি স্ত্রী, ১ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে রেছেন। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার কচুয়া উপজেলা প্রতিনিধি,সিনিয়র সাংবাদিক ও উপজেলা পুস্তুক ব্যবসায়ী সমিতির আহবায়ক মো. নূরুল হক প্রধান এর বড় ভাই।
মঙ্গলবার বেলা ১১ টায় জানাজা শেষে মরহুমের লাশ সাচার বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন সফর উদ্দিন প্রধানীয়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. রাকিবুল হাসান, সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, উপজেলা যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন মজুমদার, কচুয়া উপজেলা ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. জামাল হোসেন, সাচার বাজার পরিচালনা কমিটির সভাপতি সালাউদ্দিন ভূইয়া হীরা ও সেক্রেটারী সেলিম কবীর ও বিভিন্ন বই ব্যবসায়ীগন শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। জীবদ্ধসায় তিনি একজন সৎ, বিনয়ী ও সধালপি হাস্যজ¦ল মনের মানুষ ছিলেন। তার মৃত্যুতে সাচার বাজার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.