|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
শ্রীবরদীতে বাড়িতে হামলা, লুটপাট ও গরু ছিনতাইয়ের অভিযোগে মামলা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ সেপ্টেম্বর, ২০২০
শেরপুর প্রতিনিধি;
শেরপুরের শ্রীবরদীতে চাঁদার দাবিতে বাড়িতে হামলা, লুটপাট ও গরু ছিনতাইয়ের অভিযোগে মামলা করেছেন সমর আলী নামে এক গরু ব্যবসায়ী। সমর আলী উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের বগুলাকান্দি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সমর আলী জানান, সে দীর্ঘদিন থেকে গরু ব্যবসার সাথে জড়িত। গরু ব্যবসা করেই তিনি পরিবারের সদস্যদের জীবিকা নির্বাহ করে আসছেন। সমর আলীর অভিযোগ পার্শ্ববর্তী কর্ণঝোড়া গ্রামের ইব্রাহিম, রাশেদুজ্জামান, মিজানুর রহমান, আজির মিয়া, বাহাদুর আসলামসহ আরও কয়েকজন প্রভাবশালী তার কাছে চাঁদা দাবী করে আসছিল। তাদের দাবি অনুযায়ী সমর আলী চাঁদা দিতে অস্বীকার করায় গত ২৫ জুলাই রাতে ওই প্রভাবশালীরা সমর আলীর বাড়িতে হামলা করে। এসময় হামলাকারীরা টাকা-পয়সা বিভিন্ন মালামালসহ সমর আলীর ক্রয়কৃত ৪টি গরু নিয়ে যায়। সমর আলী জানান ঐ লুটপাটের ঘটনাটি ধামাচাঁপা দিতে প্রভাবশালীরা গরু ৪টি ভারতীয় চোরাই গরু দাবি করে ইউনিয়ন পরিষদের মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় সমর আলী বিপর্যস্ত হয়ে পড়েছে। তিনি বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরেও কোন বিচার পায়নি। পরে তিনি আদালতে দ্বারস্থ হন। আদালত ঘটনাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জামালপুরের পিবিআই’কে নির্দেশ দেন। এদিকে সমর আলী ঐ মামলা করার পর থেকে প্রভাবশালীরা মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছেন। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন সমর আলী ও পরিবারের লোকজন। এ ব্যাপারে সমর আলী উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।
বার্তা প্রেরকঃ মোঃতারিফুল আলম (তমাল) শেরপুর।
মোবাইলঃ ০১৭১৩-৫১৬৭২২
তারিখঃ ০২/০৯/২০২০ ইং
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.