|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
মানুষ হিসাবে আমরা কি সভ্য জাতীতে পরিনত হইতে পারিয়াছি মানবতা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ সেপ্টেম্বর, ২০২০
বিবেক আজ কোথায়? সন্ত্রাসীদের আক্রমন থেকে আট মাসের গর্ভবতী মহিলাটিও রেহায় পায়নি। বর্তমানে সেই মহিলা ময়মনসিংহ হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়ছে। এলাকার সাধারণ মানুষের
শ্লোগানে প্রকম্পিত করে এবং প্রশাসন যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন সেই দাবি উত্থাপন করেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বন্নি গ্রামে এই ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিরুদে একদল হিংস্র বর্বর কিছু লোক উক্ত বন্নী গ্রামের দ্বীন ইসলামের বাড়িতে এসে দ্বীন ইসলামকে মারার জন্য আক্রমন করে। দ্বীন ইসলাম তখন বাড়িতে না থাকায় সন্ত্রাসীরা দ্বীন ইসলামের ঘর ভাংচুর করতে থাকে। এবং ঘরে থাকা মহিলাদের উপর আক্রমন করে। ইহাতে ৮ মাসের অন্তঃসত্ত্বা এক রমণীসহ ৩ নারী ব্যক্তি সন্ত্রাসী আক্রমণে আহত হয়ে হাসপাতালে মৃত্যুশয্যায়।
গত ৩১ আগস্ট সকাল ১০ ঘটিকায় করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়ন বন্ধুগোমরা বন্নী গ্রামে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্বীন ইসলাম ও তার পূর্বপুরুষগণ ১২০ বছর আগ থেকেই তাদের ভিটে বাড়িতে বসবাস করে আসছে। হঠাৎ তার সন্নিকটস্থ হাফিজ উদ্দিন(৬০)এ জায়গাটি দ্বীন ইসলামকে ছেড়ে দিতে বলেন।
দ্বীন ইসলাম তার প্রতি উত্তরে বলেন, আমার জায়গার কাগজপত্র আছে। আমি কেন তা ছেড়ে দেব? এতে ক্রোধান্বিত হয়ে হাফিজ বলেন কিসের কাগজপত্র? তখন দ্বীন ইসলাম গ্রামবাসীকে নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করেন। এতে আরো ক্ষীপ্ত হয়ে হাফিজ উদ্দিন লোকজন নিয়ে দ্বীন ইসলামের বসত ঘরে হামলা চালিয়ে মহিলাদেরকে মাত্মক জখমি আঘাত করে বসত ঘর ভেঙ্গে ফেলে।
বন্ধুগোমরা বন্নী গ্রামের সাধারণ মানুষের দাবী প্রশাসন যেন তদন্তপূর্ব দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.