|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় বিএনপি ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ সেপ্টেম্বর, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ফেনীর ছাগলনাইয়া বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি'র অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব নুর আহম্মদ মজুমদার'র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সদস্য সচিব মোঃ আলমগীর বিএ, সিনিয়র যুগ্ন আহবায়ক কফিল উদ্দিন সরকার, পৌর বিএনপি আহবায়ক মোঃ ইউসুফ মজুমদার, সদস্য সচিব মোঃ আবদুল লতিফ, পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী মনির আহম্মদ খোকন, পৌর বিএনপি যুগ্ন আহবায়ক এমজি কিবরিয়া মজুমদার, আলহাজ্ব বাবুল মজুমদার, মোঃ এনামুল হক, উপজেলা যুবদল নেতা কাজী জসিম উদ্দিন, মোঃ আবদুল মোমিন, রাধানগর ইউনিয়ন বিএনপি সভাপতি সালামত উল্যাহ্ কেসু ও সাধারণ সম্পাদক রবিউল হক চৌধুরী (মাবু চেয়ারম্যান), ঘোপাল ইউনিয়ন বিএনপি সভাপতি নেতা কবির আহমেদ, সাবেক ছাত্রদল সভাপতি রিয়াজুল হক তুহিন, মহামায়া ইউনিয়ন বিএনপি সভাপতি ফজলুল করিম লিটন, উপজেলা সেচ্ছাসেবক দল'র নেতা মোঃ দেলোয়ার হোসেন রাজীব, মোঃ নাজিম, পৌর যুবদল নেতা মোঃ আলমগীর হোসেন, রেজাউল করিম চৌধুরী (লাকি), ছাত্রদল নেতা নাজিম উদ্দিন সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি'র সহযোগি সংগঠনের নেতাকর্মি।
আলোচনা সভা শেষে ছাগলনাইয়া বাজারের উত্তর পার্শ্বে বাইতুল ইজ্জত জামে মসজিদ এর পেশ ইমাম মোঃ রাজু আহমেদ'র পরিচালনায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান'র সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.