|| ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় ষড়ঋতু ফার্মার ইয়োর্থ ফাউন্ডেশন’র পক্ষ থেকে মাস্ক বিতরন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ আগস্ট, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ তারুন্যর শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি. মনোবল দৃঢ় রাখি, করোনা ভাইরাস মোকাবেলা করি” এ স্লোগানকে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তর ছাগলনাইয়া শাখার ষড়ঋতু ফার্মার ইয়োর্থ ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় মাস্ক বিতরন করার আয়োজন করা হয়। রবিবার (৩০ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় উক্ত ফাউন্ডেশনের সহ-সভাপতি সাইদুল হক মিয়া ও সাধারন সম্পাদক জাহিদুল দস্তগীর জামশেদ'র নেতৃত্বে ছাগলনাইয়া পৌর শহরের বিভিন্ন স্থানে প্রায় ছয় শতাধিক পথচারিদের মাঝে মাস্ক বিতরন করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, পৌর যুবলীগ সহ-সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন। এতে আরো উপস্থিত ছিল, প্রচার সম্পাদক মনসুর আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের যুগ্ন সম্পাদক গাজী আবুল কালাম বাবলু সহ প্রমুখ।
ষড়ঋতু ফার্মার ইয়োর্থ ফাউন্ডেশন'র সহ-সভাপতি সাইদুল হক মিয়া বলেন, যুব পরিবার আগামীদিনে মানবতার সেবায় কাজ করতে পারে সেই প্রত্যাশা ব্যাক্ত করেন। আগামীদিনে আমাদের পরিবারের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস বিতরন করার উদ্যোগ গ্রহন করেছি। এছাড়াও করোনা মোকাবেলায় দৃঢ় মনোবল রাখার পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.