|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত বারশ’ প্রান্তিক কৃষককে মাসকালই বীজ বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ আগস্ট, ২০২০
নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামে বন্যা পরবর্তী সময়ে ১ হাজার ২শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে
মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলা পরিষদ
প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো: আবদুল মুইদ।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী, কুড়িগ্রাম
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান, সদর
উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ। ২০২০-২১ অর্থ বছরের
প্রণোদনা কর্মসূচির আওতায় ১২শ’ কৃষককে মাসকালই বীজ ও সার প্রদান করা
হয়।
এর আগে ঢাকাস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড.
মো: আবদুল মুইদ রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা, রাজারহাট সদর ও ছিনাই
ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় কমিউনিটি বীজতলা, ভাসমান
বীজতলা ও ট্রে-বীজতলা কার্যক্রমের উদ্বোধন ও মাঠ পর্যায়ে রাইচ প্লান্টারের
মাধ্যমে বীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন।
নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
তাং:৩০/০৮/২০২০ ইং
মোবাইল নং:০১৭১৭১২০৭১৫
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.