|| ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
মুন্সিগঞ্জ নৌ পুলিশের অভিযানে অবৈধ মশারি জাল আটক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট, ২০২০
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ নৌ-পুলিশের নিয়মিত অভিযানে আনুমানিক ১৫ হাজার বর্গকিলোমিটার অবৈধ মশারি জাল উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ১.০৫০০০(এক লক্ষ পাঁচ হাজার ) টাকা। শনিবার 29 আগস্ট সকাল ১০ টায় মুন্সিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মোঃ মিন্টু হোসেন ও মোঃ এনামুল হক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে চুনকুড়ি নদীর আগা থেকে এসবরবর মশারি জাল উদ্ধার করা হয়।
এ বিষয়ে মুন্সিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এসআই মো: মিন্টু হোসেন বলেন, নিয়মিত টহল অব্যাহত রাখায় বিপুল পরিমাণ অবৈধ মশারি জাল উদ্ধার করা হয়েছে। উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা জনাব তুষার মজুমদারের নির্দেশক্রমে উদ্ধারকৃত অবৈধ মশারি জাল গুলো জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়।
অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.