|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
নেত্রকোণায় ডিবির অভিযানে ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ আগস্ট, ২০২০
আল-আমিন,নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ রতন (৪০) মোঃ মানিক মিয়া (৪০) এবং মোঃ ইকবাল হোসেন (৪০) নামে ৩ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে।
২৭ আগষ্ট বৃহস্পতিবার বিকাল পৌনে ছয়টা ও রাত পৌনে দশটার সময় পূর্বধলা উপজেলার বোর্ডের বাজার এবং জারিয়া (শ্যামগঞ্জ টু জারিয়া পাকা রাস্তার উপর) থেকে তাদের আটক করে।
এসময় ইকবাল মিয়ার কাছ থেকে ৩০ পিচ এবং মানিক মিয়া ও রতন মিয়ার কাছ থেকে ১৫০ পিচ ইয়াবা সহ মোট ১৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এবং মাদক কারবারে ব্যবহৃত ১টি মোটরসাইকেলও উদ্ধার করেছে নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখার এন্টি ড্রাগ স্কোয়াড টিম।
জিরো টলারেন্স নিয়ে চলমান মাদক বিরোধী অভিযানে ডিবি নেত্রকোণার তপন চন্দ্র বাকালী, এসআই উত্তম কুমার দাস,এএসআই মানিক চন্দ্র, এএসআই মশিউল, এএসআই নুরুল হক, কনস্টেবল আক্তার, মোফাজ্জল নারী কনস্টেবল আছমা আক্তার সহ এন্টি ড্রাগ স্কোয়াড টিমের সদস্যরা তাদের আটক করেন। পরে আটকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেন।
আটককৃত মোঃ রতন- ভারহা গ্রামের মৃত আনছার মিয়া ছেলে এবং মোঃ মানিক মিয়া জারিয়া (সিনেমা হল সংলগ্ন) এলাকার মৃত মোঃ আনফর আলীর ছেলে। উভয় থানা- জেলা পূর্বধলা, নেত্রকোণা। এবং মোঃ ইকবাল হোসেন দূর্গাপুর উপজেলার চন্ডীগড় গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.