|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় পরিবেশ ভারসাম্য রক্ষায় মোবাইল কোর্টে এক লক্ষ টাকা জরিমানা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ আগস্ট, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ উপজেলাধীন শুভপুর ইউনিয়নে পরিবেশ ভারসাম্য ও অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম'র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় শুভপুর ইউনিয়নের সাহেবের হাট দক্ষিন জয়চাঁদপুর বালু মহল এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ ভারসাম্য নস্ট করার দায়ে এক ব্যাক্তিকে মামলা সহ ১০০০০০/- (এক লাখ) টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি সকলের উপস্থিতে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম। এসময় ছাগলনাইয়া থানা পুলিশ সদস্যরা সহযোগিতায় ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.