|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
নব যোগদানকারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ আগস্ট, ২০২০
ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নব যোগদান কারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাহমুদুর রশিদ মঙ্গলবার (২৫ আগষ্ট) হাসপাতাল সভা কক্ষে নান্দাইলে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করেন। এসময় তিনি নান্দাইলে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
মো. আসাদের পরিচালনায় অনুষ্টিত সাংবাদিকদের মত বিনিময় সভায় আলোচনায় অংশ গ্রহন করেন প্রভাষক অরবিন্দ পাল অখিল, হান্নান মাহমুদ, এনামুল হক বাবুল, রমেশ কুমার পার্থ, জালাল উদ্দিন মন্ডল, আলম ফরাজী,রফিকুল ইসলাম খুকন, শামছ ই তাবরিজ রায়হান, শামছুজ্জামান বাবুল, মজুমদার প্রবাল, আবু হানিফ সরকার, এইচএম সাইফুল্লাহ, ফরিদ মিয়া প্রমুখ সাংবাদিকবৃন্দ। সাংবাদিকরা বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ন পরামর্শ প্রদান করেন।
ডা: মাহমুদুর রশিদ বলেন, স্বাস্থ্য সেবা কমিটির সভাপতি মাননীয় সংসদ সদস্য মো. আনোয়রুল আবেদীন খান তুহিন মহোদয়ের সাথে পরামর্শ করে হাসপাতালে সমস্যা সমাধানে তিনি আন্তরিক ভাবে কাজ করে যাবেন।
এছাড়া হাসপাতালের প্রশাসনিক বিষয় সমূহ, উপ-স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি কিনিক সমূহ পরিচালনায় সরকারী বিধি বিধান কঠোরভাবে পালন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫জন সাংবাদিক যোগদান করেন এবং নিজ নিজ পরিচিতি প্রদান করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.