|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
জাতীয় পুষ্টি সপ্তাহ ও পুষ্টি মাস উপলক্ষে জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত সেমিনার অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ আগস্ট, ২০২০
সাতক্ষীরা প্রতিনিধি,
সাতক্ষীরা সদর হাসপাতালের(২৪ই আগষ্ট২০২০ ) সম্মেলন কক্ষে "মাতৃদুগ্ধ বিকল্প, শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন ২০১৩" অবহিত করণ এবং জাতীয় পুষ্টি সপ্তাহ ও পুষ্টি মাস উপলক্ষে জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন, সাতক্ষীরা জনাব ডাক্তার হুসাইন শাফায়েত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মির্জা সালাহউদ্দিন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিনিধি, সম্মানিত ডিসি, সাতক্ষীরা'র প্রতিনিধি, স্বাস্থ্য সেবায় নিয়োজিত সম্মানিত চিকিৎসক ও সেবিকাগণ এবং স্যানিটারি পরিদর্শকগণ।
শিশুদের মাতৃদুগ্ধ দান উৎসাহিতকরণ এবং অন্যান্য মাতৃদুগ্ধ বিকল্প, শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুদের বাড়তি খাবার ও সংশ্লিষ্ট সরঞ্জামাদির ব্যবহার নিরুৎসাহিত করা এবং আইনের বিধান লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.