|| ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ আগস্ট, ২০২০
নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে পড়ে রোকন মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার চর গোরক মন্ডল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকন মিয়া ওই গ্রামের হারান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ীর উঠানে খেলতে খেলতে শিশুটি সকলের অগোচরে সামনের পুকুরে ডুবে মারা যায়। পরে শিশুটির মাসহ পরিবারের লোকজন এদিক সেদিক খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে লাশ উদ্ধার করে। শিশু পুত্রের মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে। এ ব্যাপারে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
তাং:২৫/০৮/২০২০ ইং
মোবাইল নং:০১৭১৭১২০৭১৫
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.