|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া থানা বার্ষিক পরিদর্শনে জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ আগস্ট, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনী জেলার পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিপিএম, পিপিএম সোমবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় ছাগলনাইয়া থানায় বার্ষিক পরিদর্শন করেন।
বার্ষিক পরিদর্শনকালে পুলিশ সুপার ও তাহার সফর সঙ্গীদেরকে ছাগলনাইয়া থানায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) নিশান চাকমা, ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান পিপিএম, সেকেন্ড অফিসার এসআই (নিঃ) মোহাম্মদ মুনিরুল ইসলাম সহ অত্র থানার সকল অফিসার বৃন্দ।পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী ছাগলনাইয়া থানা বার্ষিক পরিদর্শনকালে পরিদর্শন প্যারেড গ্রহন করেন। পরবর্তীতে ছাগলনাইয়া থানার জামে মসজিদের নবনির্মিত ২য় তলার উদ্বোধন করার পাশাপাশি থানা কম্পাউন্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র জন্মশতবার্ষিকী উপলক্ষে ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ মাঈনুল ইসলাম পিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ রবিউল ইসলাম, থানা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা ভুঁইয়া তারেক সহ অত্র থানার সকল কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.