|| ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
অহসায় গরিব মানুষের জন্য উপহার ও এান বিতরন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ আগস্ট, ২০২০
এস ডি স্বপন,
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন দুই নং ওয়ার্ড বাখর পাড়া প্রবাসি আদর্শ সামাজিক উন্নয়ন সংস্থা পক্ষ থেকে অহসায় গরিব মানুষের জন্য উপহার ও এান সামগ্রী আজ, ২৩-৮-২০২০ , বিতরন করা হয়েছে, এর আগে এই সংস্থা থেকে এলাকার অহসায় গরিব মানুষ কে নগদ পাঁচশত টাকা করে ষাট জন লোক কে দেওয়া হয়েছে,ও মাস্ক বিতরন করা হয়েছে, ,,এই সংগঠন এর উদ্যোগক্তা জনাব মোঃ ফারুক মোল্লা ভাই মালেশিয়া প্রবাসি ও সভাপতি বাকিলা ইউনিয়ন ২নং ওয়ার্ড বাখর পাড়া প্রবাসি আদর্শ সামাজিক উন্নয়ন সংস্থা,

ে
জে সকল প্রবাসি ও দেশের ভাইয়েরা শত কষ্ট থাকার পর ও অহসায় মানুষ এর পাশে অর্থ দিয়ে সহযোগিতা করেছে আপনাদের সবাই কে অসংখ্য ধন্যবাদ,
মোঃ কাদের দেওয়ান, (এম,এ,) সাধারন সম্পাদক, বাকিলা ইউনিয়ন দুই নং ওয়ার্ড বাখর পাড়া প্রবাসি আদর্শ সামাজিক উন্নয়ন সংস্থা,
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.