|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
মালয়েশিয়া পুলিশের অভিযানে বাংলাদেশিসহ ২৭ অভিবাসী গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ আগস্ট, ২০২০
মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ ২৭ অভিবাসী গ্রেফতার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোটা দামনসারা ও ক্লাং এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ২৭ জন অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত বৃহস্পতি ও শুক্রবার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, ভারত ও নেপালের নাগরিকও রয়েছেন। তবে কোন দেশের কতজন গ্রেফতার হয়েছেন তা উল্লেখ করা হয়নি। তাদের ১৪ দিনের রিমান্ডে পাঠানো হবে বলে জানিয়েছেন সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহামাদ শুকরি নাভি।
অভিযানে ১৭৭টি বিদেশি পাসপোর্ট, দুটি কম্পিউটার, প্রিন্টারের দুটি ইউনিট ও একটি আলজা গাড়ি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের পুত্রজায়া ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।
জানা গেছে, অভিযানে ভুয়া জাল সনদ তৈরি সিন্ডিকেটের আট সদস্যকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সিন্ডিকেটের মূলহোতা দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগের পরিচালক শুকরি নাভি সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃতদের কাছে বৈধ পাস বা পারমিট নেই। অবৈধভাবে অবস্থান করছেন তারা। এদের অবৈধভাবে নিয়োগ দেয়া নিয়োগকর্তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
কুয়ালালামপুরের আশপাশের নির্মাণ সাইটে কর্মরত বাংলাদেশিদের কাছে পিএলকেএস স্টিকার বিক্রি করত এই চক্র। স্টিকারপ্রতি ৬৫০০ থেকে শুরু করে ৮০০০ রিঙ্গিত দিতে হতো এ চক্রকে। আর নবায়নের ক্ষেত্রে আদায় করত ২৫০০ রিঙ্গিত।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.