|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
নরসিংদী শহরের হাজিপুর মধ্যদাস পাড়া এলাকায় শ্রী অপু চন্দ্র দাস কে প্রকাশ্য দিবালোকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ আগস্ট, ২০২০
নরসিংদী প্রতিনিধি,
নরসিংদী শহরের হাজিপুর মধ্যদাস পাড়া এলাকায় শ্রী অপু চন্দ্র দাস কে প্রকাশ্য দিবালোকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে -প্রায় প্রতিদিনই হিন্দুদের জায়গা জমি দখল, মন্দির ভাঙচুর, শ্মশানের জায়গা দখল, রাতের আধারে মন্দিরে চুরি, হিন্দু মা বোনদের জোর করে ধর্মান্তরিতকরণ, হত্যা, দেশ ত্যাগের হুমকী, বাড়িঘরে অগ্নিসংযোগ কিন্তু হিন্দুদের অপরাধ কি
উল্লেখ্য গত(২০-০৮-২০২০) দুপুর দেড়টার দিকে মানিক নামে এক সাউন্ড ব্যবসায়ীকে ধাওয়া দেয় দুর্বৃত্তরা। এ সময় মানিক নামের ছেলেটা শ্রী অপু দাসের বাড়ির ভেতর দিয়ে ঢুকে পেছন দিয়ে পালিয়ে যায়। এ সময় চিৎকার এবং হইচই শুনে ছোট ভাই শিবু দাস ঘর থেকে বের হয়ে আসেন। এ সময় দুর্বৃত্তরা শিবুর উপর চড়াও হয়। তারা মানিককে বের করে দিতে বলেন। অন্যথায় ৫ হাজার টাকা দিতে হবে বলে দাবি করেন!
শিবু তার বড় ভাই অপুকে খবর দেয়, কিন্তু অপু আসার পরপরই তাকে কিছু বলার সুযোগ না দিয়ে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তাদের বাধা দিতে এলে দুর্বৃত্তরা নিহতের ভাইসহ দুইজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
পরে তাদের সকলকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অপু দাসকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী দৈনিক বাংলার অধিকার কে জানান- নিহত অপু দাস হাজিপুর মধ্যদাস পাড়া এলাকায় মৃত অনিল দাসের ছেলে। তিনি ভিডিও এডিটিংয়ের ব্যবসা করতেন।
এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং স্থানীয় প্রশাসনের কাছে এই বর্বরোচিত হত্যাকাণ্ড যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.