|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
সোনাগাজী প্রেসক্লাবের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ আগস্ট, ২০২০
গাজী হানিফ, সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজী প্রেসক্লাবের মাসিক সাধারন সভা শুক্রবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সোনাগাজী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ ওবায়দুল হক'র সভাপতিত্ব ও সাধারন সম্পাদক মোঃ ছালাহ্ উদ্দিন'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি সৈয়দ মনির আহমদ, এডভোকেট হাসান মাহমুদ মামুন।
আরো বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সহসভাপতি কবি মহিউদ্দিন খোকন, যুগ্ন সাধারণ সম্পাদক আবদুর রহিম, কোষাধ্যক্ষ আফতাব হোসেন মমিন ভুঁঞা, দপ্তর সম্পাদক মোঃ নুরুল আলম, প্রচার সম্পাদক আবু মুছা তুহিন, সদস্য কমরেড আবু তাহের প্রমূখ।
বক্তারা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। সোনাগাজীতে কর্মরত গনমাধ্যম কর্মীদের পেশাগত মানোন্নয়নের জন্য প্রশিক্ষনের ব্যাবস্থা করণ ও প্রেসক্লাব পরিচালনায় একটি তহবিল গঠনের জন্য প্রস্তাব করেন সদস্যবৃন্দ।
আলোচনা শেষে সোনাগাজী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি- গাজী মোঃ হানিফ, সাবেক সাধারন সম্পাদক- মেহেরাব হোসেন মেহেদি ও প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক- নাছির উদ্দিনের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.