|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া শুভপুরে ৩৫ বছর বয়সি এক মহিলাকে ধর্ষনের অভিযোগে চার যুবক আটক- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ আগস্ট, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলা শুভপুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ড উত্তর মন্দিয়া ওয়ালিউল্লাহ্ খাল রোড় পানি স্কিম এর পার্শ্বে এক পরিত্যাক্ত জায়গায় হাসি (৩৫) নামে (ছদ্ম নাম) এক মহিলাকে চার যুবক দলবেঁধে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসি ও পারিবারিক সূত্রে জানাযায়, শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০ টায় প্রতিদিনের ন্যায় রাস্তা দিয়ে চলাচলের সময় আগে থেকে ওঁৎপেতে থাকা চার যুবক হাসিকে (ছদ্মনাম) টেনে হেঁছড়ে নিয়ে ধর্ষন করে। ধর্ষিতার চিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে ধর্ষক চার যুবক পালিয়ে যায়। এ ব্যাপারে ধর্ষিতা বাদি হয়ে ছাগলনাইয়া থানায় অভিযোগ করলে ছাগলনাইয়া থানার পুলিশ একই এলাকার অভিযুক্ত চার যুবক জমির আহম্মদ'র ছেলে নেজাম হোসেন মুরাদ, খুরশিদ আলমের ছেলে মোঃ পারভেজ, সামসু মিয়ার ছেলে মোঃ এমরান, তারু মিয়ার ছেলে মোঃ করিম মিয়াকে আটক করা হয়। এব্যাপারে শুভপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ্ সেলিমকে জিজ্ঞেস করলে তিনি দৈনিক বাংলার অধিকার এর ছাগলনাইয়া প্রতিনিধিকে জানান, অভিযুক্ত চার যুবক যদি ধর্ষনের সাথে জড়িত থাকে কিংবা প্রমানিত হয় তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে স্থানীয় পুলিশ প্রসাশন ব্যবস্থা নিবে। ধর্ষককে বাঁচানোর কোন সুযোগ নেই। শুভপুর ৯ নং ওয়ার্ডে মেম্বার আবুল কালাম মাষ্টার এর কাছে জানতে চাইলে তিনি বলেন যাদের নামে অভিযোগ উঠেছে তারা এলাকার বখাটে ছেলে হিসেবে পরিচিত. অভিযোগ প্রমানিত হলে অবশ্যই তাদের বিচার হতে হবে। ছাগলনাইয়া থানা ইনচার্জ অফিসার মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ অভিযুক্ত চার যুবককে আটকের সত্যতা নিচ্ছিত করে বলেন, যেহেতু ধর্ষনের অভিযোগ, আমরা যাচাই বাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে যদি সত্যতা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ধর্ষন মামলা রুজু করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.