|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় মোবাইল কোর্টে মামলা সহ জরিমানা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ আগস্ট, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউপিস্থ মুহুরিগন্জ বাজারে বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার (৯ আগস্ট) সকাল ১১ টা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া'র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে দ্রব্যমুল্য বৃদ্ধি ও ন্যায্যমূল্যর তালিকা না থাকা সহ বিভিন্ন অপরাধে (মোট ২ জন) অভিযুক্ত দোকানের মালিককে মামলা সহ ব্যাক্তিদ্ধয়কে মোট ৩০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া ক্রেতা বিক্রেতা ও উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন, করোনা প্রতিরোধে সকলকেই মাস্ক ও সুরক্ষা সামগ্রী পরিধান করতে হবে, এবং অন্যন্য স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.