|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় বাদল চৌধুরী ও সমর চৌধুরী’র পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ আগস্ট, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া পৌরসভাধীন দক্ষিন সতর ওয়ার্ডে চৌধুরী বাড়ির দুই ভাইয়ের মধ্যে চলে আসা বিরোধকে কেন্দ্র করে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন করে একে অপরকে নানা অভিযোগ করেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় দক্ষিন সতর চৌধুরী বাড়ির বাদল চৌধুরী তার ছোট ভাই সমর চৌধুরী'র বিরুদ্ধে নানা অনিয়ম অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। তারই পরিপ্রেক্ষিতে একই দিন বাদল চৌধুরী'র বক্তব্যকে কাল্পনিক, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত দাবি করে ফেনীতে বিকাল বেলায় সংবাদ সম্মেলন করেন পৌরসভার সাবেক কাউন্সিলর সমর চৌধুরী। নিম্মে সংবাদ সম্মেলনে সমর চৌধুরী'র লিখিত অভিযোগ তুলে ধরা হলঃ
মঙ্গলবার (৪ আগস্ট ২০২০ইং) পৌরসভার সাবেক কাউন্সিলর সমর চৌধুরী ও বড় ভাই আবুল কাশেম চৌধুরী'র বিরুদ্ধে তাদের আরেক ভাই বাদল চৌধুরী (নিজ বাড়িতে) সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে যে, কাল্পনিক, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত হয়ে সংবাদ সম্মেলন করেছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। সাবেক কাউন্সিলর সমর চৌধুরী তাঁর লিখিত বক্তব্য জানান, ২০১৭ সালে আমার বাবার সম্পদ থেকে ২৪ শতক জমি বাদল চৌধুরী রেজিস্ট্রি করে নিয়ে যায়, যার মুল্য ছিল ২০ লাখ টাকা, তখনকার সময় ব্যাংক'র মাধ্যমে ৮ লাখ টাকা পরিশোধ করে। বাকী ১২ লাখ টাকা উক্ত জমিসহ তাহার অন্যন্য কেনা জমিতে ডেইরি ফার্ম, মৎস্য খামার লাভের অংশ ২৫ ভাগ দেওয়ার প্রতিশ্রুতি দিলও তিনি তা দেননি। ২০১৭ সালে বাবার সম্পদের উপর বিল্ডিং ঘর দোতলা করার জন্য বাদল চৌধুরীকে ১৯ লাখ টাকা মৌখিক চুক্তি হয়। আমি চুক্তি অনুযায়ী দোতলা ঘরের কাজ সম্পন্ন করলেও আমাকে নাম মাত্র ৭ লাখ টাকা ব্যাংকের মাধ্যমে প্রদান করে বাদল চৌধুরী। সেখানেও ১২ লাখ টাকা অন্ধকারে পড়ে রয়েছে। আমি দিশেহারা হয়ে ভাই বোনদের কাছে ধর্না দিতে থাকি। ভাই বোনেরা বাদল চৌধুরীকে অবশিষ্ট টাকার জন্য চাপ প্রয়োগ করলে দিচ্ছে দিবে বলে সময় ক্ষেপান করতে থাকে। বাদী সমর চৌধুরী আরো লিখিত বক্তব্য জানান, আমি বাদল চৌধুরী'র কাছ থেকে সর্বমোট ২৪ লাখ টাকা পাওনা আছি। তিনি আমাকে দিয়ে অনৈতিক ভাবে ব্যবসা করাতে চেয়েছিল। তিনি অনৈতিক অবৈধ ভাবে ব্যবসা করে আজ শতকোটি টাকার মালিক হয়েছে। আমি একজন পৌরসভার সাবেক সৎ কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাঁর অবৈধ ব্যবসা জড়িত হইনি বিধায় আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার অবশিষ্ট টাকা না দেওয়ার বিভিন্নভাবে পাঁয়তারা করছে। আমার ভাইবোনেরা বার বার বললেও বাদল চৌধুরী টাকা দিতে অস্বীকার করে সাথে ভাইবোন আত্মীয় স্বজনদের সাথে বন্ধনের সমাপ্তি ঘটান। বাদী সমর চৌধুরী লিখিত বক্তব্য আরো জানান, সম্পুর্ন কাল্পনিক, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত হয়ে ও আমার অবশিষ্ট টাকা না দিতে সংবাদ সম্মেলন করেছে যাহা একদম পরিষ্কার। তদন্ত সাপেক্ষে সুষ্ঠ, নির্ভেজাল বিচারের আশায় প্রাথমিকভাবে আপনাদের কাছে লিখিত বক্তব্য তুলে ধরলাম। এ অবস্থায় যদি থাকতে থাকে তাহলে আমি সমর চৌধুরী পরবর্তীতে প্রতিকার চেয়ে আইনগত ভাবে পদক্ষেপ নিতে বাধ্য হবো।
নিবেদক
সমর চৌধুরী
সাবেক কাউন্সিলর (ছাগলনাইয়া পৌরসভা)
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.