|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া উপজেলা ও পৌর যুবদল’র ঈদপূর্ণমিলনী সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ আগস্ট, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছাগলনাইয়া উপজেলা ও পৌর যুবদল শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় পৌর শহরের স্থানীয় একটি রেস্তোরাঁ অনুষ্ঠিত ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পৌর যুবদলের সভাপতি বর্তমান উপজেলা যুবদল'র সভাপতি প্রার্থী কাজী জসিম উদ্দিন। উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ঈদ শুভেচ্ছা সহ মতবিনিময় করেন ফেনী-১ আসনের বিএনপি'র সমন্বয়ক ও ঢাকা দক্ষিন যুবদল'র সভাপতি মুন্সী রফিকুল আলম মজনু। উপজেলা যুবদল নেতা ও সদস্য সচিব মোঃ আবদুল মোমিন'র সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল'র সদস্য সচিব নজরুল ইসলাম, পৌর যুবদল'র আহবায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব আলমগীর হোসেন, মহামায়া ইউপি যুবদল সভাপতি মোঃ আবদুল কাইয়ুম, শুভপুর ইউপি যুবদল সাধারন সম্পাদক আবুল কালাম, পাঠানগর ইউপি যুবদল নেতা আবদুল কাইয়ুম, ঘোপাল ইউপি যুবদল নেতা আজিজুল হক, রাধানগর ইউপি যুবদল নেতা মেজবাহ আহমেদ ও শাহদাত আহমেদ, আজম পাটোয়ারি, রুবেল, জুটন, আরিফ, আলমগীর, টিপু, জুয়েল, সাইফুল, হাফেজ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতাকর্মি।
উল্লেখ্য যে, সাবেক পৌর যুবদল সভাপতি, বর্তমান উপজেলা যুবদল'র সভাপতি প্রার্থী কাজী জসিম উদ্দিন, উপজেলা যুবদল নেতা ও সদস্য সচিব মোঃ আবদুল মোমিন, পৌর যুবদল'র আহবায়ক জয়নাল আবেদীন ও সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন'র উদ্যোগে ও আন্তরিকতায় উক্ত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.