|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
মুজিববর্ষে উপলক্ষে বৃক্ষরোপণ ও সাইকেল বিতরণ করেন “এমপি জ্যাকব-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ জুলাই, ২০২০
হাসান লিটন -ভোলা জেলা প্রতিনিধি ঃ
মুজিব বর্ষে জাতির পিতার স্মরণে আজ ২৯ জুলাই ২০২০ সকাল ১১ টায় চরফ্যাশন উপজেলা চত্তরে চরফ্যাশন রেঞ্জ, উপকূলীয় বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়৷ কর্মসূচিতে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির ৫ হাজার চারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিতরণ করেন সাবেক সফল পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়৷ বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠান শেষে চরফ্যাসনের ১৯ ইউনিয়নের ৯৫ জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ করেছেন৷ সাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন গ্রামাঞ্চলের জনসাধারণ ও তাদের মালামালের নিরাপত্তা ব্যবস্থা করা ইউনিয়ন পরিষদের অন্যতম দায়িত্ব।
এ দায়িত্ব পালনের জন্য আপনারা প্রতিটি ইউনিয়নে সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করছেন৷ আমি আশা করি এখন থেকে আপনাদের কাজের তৎপরতা আরও বৃদ্ধি পাবে৷ উক্ত অনুষ্ঠানে এছাড়াও চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহি অফিসার মোঃ রুহুল আমিন, চরফ্যাশন উপজেলা লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, চরফ্যাশন রেঞ্জ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.