|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম,বীর উত্তম মহোদয় এবং জেলা প্রশাসক, চাঁদপুর কাকৈরতলা পরিদর্শন করেন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ জুলাই, ২০২০
শাহরাস্তি উপজেলাধীন চাঁদপুর-কুমিল্লা সড়কের কাকৈরতলা নামক এলাকায় বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন মৃত্যুবরণ করেন এবং ১ জন আহত হন।মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম,বীর উত্তম মহোদয় এবং জেলা প্রশাসক, চাঁদপুর জনাব মোঃ মাজেদুর রহমান খান মহোদয়ের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়।
মাননীয় জেলা প্রশাসক, চাঁদপুর মহোদয়ের পক্ষ থেকে সরকারি ভাবে নিহত প্রত্যেকের পরিবারকে নগদ ২০,০০০/-(বিশ হাজার) টাকা করে মোট-৬০,০০০/- (ষাট হাজার)টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। আহত ১ জনের পরিবারের কেউ যোগাযোগ করলে তাকেও সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব শিরীন আক্তার, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান জনাব তোফায়েল আহমেদ ইরান, অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহ আলম, মেহের উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মনির হোসেন, চাঁদপুর জেলা সড়ক পরিবহণ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব মোঃ বাবুল মিজি, চাঁদপুর জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি জনাব মোঃ আবুল হোসেন, চাঁদপুর জেলা সিএনজি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি জনাব মো: কামাল হোসেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.