|| ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
তালা থানার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামে বসতবাড়িতে আগুন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ জুলাই, ২০২০
সাতক্ষীরা জেলা প্রতিনিধি :-
তালা থানার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের আজিজুর শেখ পিতা-সোনাই শেখ এর বসতবাড়ি অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। এতে লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।
মঙ্গলবার (২৮এ জুলাই ) অগ্নিকান্ড- ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায় যে, ঘরে মোবাইল ও লাইট চার্জে দেওয়া ছিলো। হঠাৎ বিকট শব্দে হয় এবং আগুন ধরে যায় বসতবাড়িতে। আগুনের শিখা দেখে, চিৎকার করে,চিৎকার শুনে এলাকাবাসী এসে আগুন লিভানোর চেষ্টা করে।এক পর্যয় আগুন নিয়ন্ত্রণে আনে।
পরিবারের কোন সদস্যদের হতাহতের খবর পাওয়া যায়নি। বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে এঘটনার সুচনাপাত হয় বলে ধারনা করা যাচ্ছে।
খবর পেয়ে জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মফিদুল হক লিটু ঘটনা স্থানে আসেন। এবং ইউপি চেয়াম্যান জানান তাদের পরনের কাপড় ছাড়া অবশিষ্ট আর কিছুই নেই। বিষয়টি মর্মান্তিক ও বেদনাদায়ক।ক্ষতিগ্রস্থদের পাশে থেকে সহয়তা করার আশ্বাস প্রদান করেন। তিনি এতোটাই ব্যথিত যে ক্ষতিগ্রস্তদের সহায়তা দানের জন্য ভিত্তবানদের এগিয়ে আসার আহবান জানায়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.