|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মুন্সী রফিকুল আলম মজনু- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ জুলাই, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ শনিবার (১ আগষ্ট ২০২০) পবিত্র ঈদুল আয্হা উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা সহ ফেনী-১ আসন'র সর্বস্তরের জনগন সহ দেশ ও দেশের বাহিরে সকল মুসলিম উম্মাহ্কে ও দলীয় নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারাকবাদ জানিয়েছেন ফেনী-১ আসনের বিএনপি সমন্বয়ক ও ঢাকা দক্ষিন যুবদলের সভাপতি মুন্সী রফিকুল আলম মজনু। তাঁর পক্ষে ঈদুল আয্হা শুভেচ্ছা জানিয়েছেন ছাগলনাইয়া পৌর যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা যুবদলের আহব্বায়ক পদপ্রার্থী কাজী জসিম উদ্দিন।
মুন্সী রফিকুল আলম মজনু তাঁর শুভেচ্ছা বার্তায় জানান, একটি শান্তিপূর্ন ও সহনশীল সমাজ গঠনে ধৈর্য ও সহনশীলতা অপরিহার্য। ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা মহান আল্লাহ্ এর প্রতি অপরিসীম আনুগত্য ধৈর্য ও সহনশীলতার অনুপম নিদর্শন। মহান আল্লাহ্ এর নির্দেশে হযরত ইব্রাহীম (আঃ) প্রানপ্রিয় পুত্র হযরত ঈসমাইল (আঃ) কে কোরবানি করতে উদ্যত হয়ে আল্লাহ্ এর প্রতি যে আনুগত্য ও শ্রদ্ধা প্রদর্শন করেছেন তা অতুলনীয় এবং সারা বিশ্ববাসির কাছে এই ত্যাগ চিরসমুজ্জল ও অনুকরণীয় হয়ে থাকবে। তিনি আরো বলেন, পবিত্র ঈদুল আয্হা মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে। এই ঈদ মুসলিম জাতির জন্য ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো বেশি করে সুসংহত করবে বলে আমার বিশ্বাস। সবাইকে আবারো পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকলের সুস্বাস্থ্য কামনা করে ঈদের শুভেচ্ছাসহ ও মোবারকবাদ।
সৌজন্যঃ কাজী জসিম উদ্দিন, উপজেলা যুবদল আহব্বায়ক পদপ্রার্থী।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.