|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জ ডিগ্ৰি কলেজে আইসিটি বিভাগে প্রধান অধ্যাপক প্রদীপ কুমার দাসের পিতা মুকুন্দ চন্দ্র দাস আজ আর নেই – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ জুলাই, ২০২০
হাজীগঞ্জ ডিগ্ৰি কলেজে আইসিটি বিভাগে প্রধান অধ্যাপক প্রদীপ কুমার দাসের পিতা মুকুন্দ চন্দ্র দাস গত (শনিবার) রাত ৭.৩০ মিনিটে ঢাকা ইবনে সিনা হাসপাতালে পরলোকগমন করেন। মৃতকালে বয়স হয়েছে ৮০ বছর। গত কয়েকদিন যাবত অসুস্থ অবস্থায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য যান। মৃত্যু কালে স্ত্রী, একমাত্র ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য মানুষ রেখে যান। তিনি দীর্ঘদিন ম্যানেজার(সাবেক ), হালিম এন্ড কোম্পানি ব্রিকফিল্ড, কর্মরত ছিলেন।
আগামীকাল সকালে হাজীগঞ্জ পৌর মহাশ্মশানে শেষ কৃতি অনুষ্ঠিত হবে। মুকুন্দ চন্দ্র দাস এর মৃত্যুতে হাজীগঞ্জ এর বিভিন্ন মহলে শোক প্রকাশ হাজীগঞ্জ ডিগ্ৰি কলেজে অধ্যক্ষ মোঃ মাসুদ আহমেদ ও শিক্ষাক কমচারী , কলেজে পরিচালনা পর্ষদ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা রুহিদাস বণিক, সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার পাল ও সাধারন সম্পাদক সত্য ভ্রত ভদ্র মিঠুন, শ্রী শ্রী রাজা লহ্মী নারায়ণ জিউর আখড়ার সভাপতি ,শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম এর সভাপতি অনিল কুমার সাহা, ও সাধারণ সম্পাদক নিহিরাঞ্জন হালদার মিলন। হাজীগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি মোঃ কামাল হোসেন ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার। হাজীগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি মাহবুবুল আলম চুন্নু, সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন, শব্দশীলন সাহিত্য চর্চা কেন্দ্র সভাপতি এস এম মিরাজ মুন্সী, সাধারণ সম্পাদক সুজন দাস। হাজীগঞ্জ হিন্দু পরিবার পক্ষে থেকে ও বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ ও দৈনিক বাংলার অধিকারের সম্পাদক ও প্রকাশন এস ডি স্বপন সহ চাঁদপুর জেলা শাখার শোক প্রকাশ করছে।ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।
পরোলোক গমন করায় ঈশ্বরের কাছে উনার আত্নার শান্তি কমনা করছি। চাঁদপুর জেলা ইয়ুথ ফোরাম পক্ষ থেকে সকল ধর্মীয় ও অন্যান্য সংগঠন তাঁহার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি
ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.