|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে মারাত্মক সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষকসহ দুইজন নিহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ জুলাই, ২০২০
মোঃমাহফুজুর রহমান বিপ্লবঃফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদর উপজেলার ঢাকা- খুলনা মহাসড়কের তেতুলতলায় ট্রাক চাপায় কলেজ শিক্ষকসহ ২জন নিহত হয়েছেন। সোমবার আনুমানিক বেলা ২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বরাসুর গ্রামের জাহাঙ্গীর শেখ (৫০), তিনি চাঁদপুরের একটি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন এবং অপরজন হলেন চাঁদপুরের সাইফুল ইসলাম (২২)। কানাইপুর করিমপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক শাহ জালাল জানান, দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোবাইক, একটি মোটরসাইকেল ও একটি রিক্সাকে চাপা দিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হয়েছে
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.