|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়াবাসিকে পবিত্র ঈদুল আয্হার শুভেচ্ছা জানিয়েছেন পৌর মেয়র মোঃ মোস্তফা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ জুলাই, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ আগামী শনিবার (১ আগস্ট) পবিত্র ঈদুল আয্হা উপলক্ষে পৌরবাসিকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ছাগলনাইয়া পৌরসভার মানবিক মেয়র ও পৌর আ'লীগের সভাপতি মোঃ মোস্তফা। পৌর মেয়র মোঃ মোস্তফা তাঁর শুভেচ্ছা বার্তায় দেশ ও দেশের বাহিরে সকল মুসলিম উম্মাহ্ ও দলীয় নেতাকর্মীদের অগ্রিম ঈদের শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানানোর পাশাপাশি পরস্পরের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। মেয়র আরও বলেন, আত্মত্যাগ এবং মহান আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আয্হা। আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতীকী পশু কোরবানি দিয়ে নিজেকে বিলীন করে দেয়া এবং আত্মত্যাগে সমর্পিত হওয়ার মাধ্যমে আমাদের নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকান্ডে অংশ নিতে হবে। বিভেদ বৈষম্যহীন এক সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ পৌর শহর গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র না ফেলে নির্ধারিত স্থানে ফেলার অনুরোধ জানিয়ে মেয়র আরো বলেন, কোরবানির পশুর বর্জ্য আশেপাশের পরিবেশ যাতে দূষিত না করে এবং প্রতিবেশীর যাতে কোন অসুবিধা না হয় সেজন্য সদয় দৃষ্টি রাখতেও অনুরোধ করেন তিনি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও ঈদের শুভেচ্ছাসহ ঈদ মোবারক।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.