|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
সৌদি আরবের মক্কায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবু বক্কর সিকদার (৫০) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ জুলাই, ২০২০
সৌদি আরবের মক্কায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবু বক্কর সিকদার (৫০) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে মক্কার আল জাহের হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
আবু বক্কর সিকদার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলী সিকদারপাড়ার হাজি আবুল কাসেমের ছেলে। তাঁর চার সন্তান রয়েছে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব ফখরুল ইসলাম ও সৌদি প্রবাসী গোলাম মোস্তফা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের বিভিন্ন প্রদেশে আজ বৃহস্পতিবার পর্যন্ত ৬৭০ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
আবু বক্কর সিকদারের ফুপাতো ভাই নুরুল আবছার জানান, প্রায় ১৮ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মক্কার বাদশাহ আবদুল আজিজ হাসপাতালে ভর্তি হন আবু বক্কর সিকদার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আবু বক্কর সিকদার মক্কার একটি দোকানে চাকরি করতেন। সৌদি সরকারের নিয়ম অনুযায়ী লাশ এই দেশেই দাফন করা হবে।
আবু বক্কর সিকদারের মৃত্যুর খবর বাংলাদেশে গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৫৮ হাজার ১৫৬ জন দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ২ হাজার ৬০১ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে ফিরেছেন দুই লাখ ১০ হাজার ৩৯৮ জন।
মদিনায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
রিয়াদে অসহায় ২২ বাংলাদেশি পরিবারকে অধ্যাপক রফিকুলের খাদ্য সহায়তা
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.