|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
সাংবাদিক নেতা কামরুজ্জামান গেনুর জানাযার নামাজ ও দাফন সম্পন্ন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ জুলাই, ২০২০
মোঃ ফরিদ মিয়া,নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক, দৈনিক সংবাদ ও দৈনিক জাহান পত্রিকার নান্দাইল প্রতিনিধি মোঃ কামরুজ্জামান খান গেনু (৫২)র জানাযা’র নামাজ শনিবার বিকালে সম্পন্ন হয়েছে।
উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামে দরবার শরীফের মাঠে জানাযা’র নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এসময় নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, সাবেক সাংসদ খুররম খান চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইঁয়া সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শুক্রবার দিবাগত রাত ১টার দিকে অসুস্থজনিত (চিরোসিস লিভার) কারনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ ২ পুত্র ও ২ কন্যা সন্তান রেখে গেছেন। সাংবাদিক কামরুজ্জামান খান গেনু বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জননেতা মরহুম রফিক উদ্দিন ভুইয়ার সুযোগ্য নাতি ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.