|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
পলাশবাড়ীতে নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ জুলাই, ২০২০
গাইবান্ধার প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে মৎস্য নদীতে গোসল করতে নেমে লাশ হয়ে ফিরলো আমিনুল ইসলাম (৩০) নামে এক যুবক।
২৫ জুলাই শনিবার বিকেলে নদী থেকে আমিনুলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
এর আগে দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে মৎস নদীতে নিখোঁজ জন আমিনুল।
আমিনুল উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি বাউলাপাড়া গ্রামের নজির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে আমিনুলসহ তিনজন মৎস নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা মৎস নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করে। এ সময় সঙ্গীয় দুইজন তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হয় আমিনুল।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীদের সহায়তায় বিকেল ৩ টার দিকে নদী থেকে আমিনুলের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের পরিবার-স্বজনসহ এলাকা মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.