|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাংবাদিককে প্রাননাশের হুমকি- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ জুলাই, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে সাংবাদিক মশাহিদ আহমেদকে হত্যার পরিকল্পনা ঘটনায় জিডি হওয়ার এক বছর পরও পুলিশী প্রতিবেদন না দেয়ার ঘঠনায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) স্বপন দেব। সভায় সাধারণ সম্পাদক মশাহিদ আহমদকে হত্যার পরিকল্পনাকারীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমানসহ মৌলভী বাজার মডেল থানায় জিডি করার এক বছর পরও পুলিশ কোন আইনী ব্যবস্থা গ্রহন করে নাই। এ বিষয় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় উপস্থিত সদস্যগণ, একজন সংবাদকর্মীর জীবনের নিরাপত্তার দিকটি বিবেচনায় এনে অতি দ্রæত সময়ের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেন। উল্লেখ্য, সাংবাদিক মশাহিদ আহমদকে হত্যার মূল পরিকল্পনাকারী বনবিথি আবাসিক এলাকার মৃত নুরুল ইসলাম সরকার এর পুত্র শ.ই সরকার জবলু (৫৫) এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য অডিও রেকর্ড এর সিডিসহ মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়েরী (নং- ৩৩০, তারিখ : ০৬/০৮/২০১৯ইং) দায়ের করা হয়েছিল।
জি.ডি সূত্রে জানা যায়, গতবছরের(২০১৯) ৬ আগস্ট সকালে মৌলভীবাজার সেন্ট্রাল রোডের পেপার হাউস নামক দোকানে পরিকল্পনাকারী জবলু কয়েকজন সাক্ষীর সামনে সাংবাদিক মশাহিদকে হত্যা করার জন্য ভয়ানক পরিকল্পনার কথা উল্লেখ করেন। সেসময় পর পর চারদিন অজ্ঞাত সন্ত্রাসীদের মাধ্যমে মশাহিদকে চলাফেরার সময় প্রাণে মেরে ফেলার হত্যার সুযোগ খুঁজেছে। কিন্তু তার সাথে লোকজন থাকায় হত্যা করতে পারেনি। এমন ভয়ংকর হত্যা পরিকল্পনার কথা শুনে আতঙ্কে উপস্থিত ব্যক্তি হত্যা পরিকল্পনাকারী জবলু’র স্বীকার উক্তির বক্তব্যটি অডিও ধারণ করেন। এ বিষয়টি জানার পর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দ্রæত ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছিল। জি.ডি দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই তোফাজ্জল হোসেন গত শনিবার প্রতিনিধিকে জানান, তিনি একটি প্রশিক্ষণে ঢাকা চলে গিয়েছিলেন তাই তদন্তের বিষয়টি তিনি বলতে পারছেন না। তবে থানা গিয়ে খোঁজ নিবেন। মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান বলেন, আমি এই কর্মস্থলে আসার আগের জিডি করা হয়েছে। তবে জিডি’র বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখবো।
এ ঘটনায় বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন বসকো"র এর কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান আল মামুন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তপু এক বিবৃতিতে বলেন, মৌলভীবাজার জেলার সাংবাদিক মশাহিদ আহমেদ কে প্রাণনাশের হুমকি ঘটনা কোনভাবেই আমরা মেনে নিতে পারি না। খুব শীঘ্রই হুমকিদাতাকে গ্রেফতার ও আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অন্যতায় সারাদেশে আন্দোলন গড়ে তোলা হবে।
এঘটনায় দৈনিক বাংলার অধিকার এর
পক্ষে থেকে তীব্রনিন্দা জানান সুস্পষ্ট তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.