|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বীরগঞ্জে জীবনের ঝুকি নিয়ে চলাচল, ব্রীজ যেন একটি মরন ফাঁদ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ জুলাই, ২০২০
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ একটি ব্রীজের সাপোর্ট ওয়াল ভেঙ্গে পড়ে যাওয়ার কারনে মারাত্মক জনদূর্ভোগ ও চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
মরন ফাঁদের চিহৃিত স্থান হিসেবে নিশ্চিত করেছেন এলাকাবাসী।
উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার উত্তরে ঐতিহাসিক জিন্দাপীর মেলার পাকা রাস্তা হতে দলুয়া হাট তথা ঢাকা-পঞ্চগড় মহাসড়কে সংযোগ সড়কের সাতোর ইউনিয়ন পরিষদের অদূরে নর্তনদীর উপর উচু ব্রীজ নামে বহুল পরিচিত। ঐ ব্রীজটির প্রটেকশন ওয়াল ভেঙ্গে নদী গর্ভে পড়ে গেছে।
সরে জমিন ঘুরে দেখা গেছে উত্তর জনপদের এটি একটি অতিশয় জনগুরুত্বপূর্ণ পাকা রাস্তার দরকারী সেতু।
স্থানীয় গনমানুষ ছাড়াও উত্তরে ঠাকুরগাঁও, দক্ষিনে দিনাজপুর জেলার অসংখ্য অগণিত যানবাহন ও মানুষ এই রাস্তায় প্রতিনিয়ত চলাচল করে।
ব্রীজের প্রটেকশন ওয়াল ভেঙ্গে পড়ায় চলাচলের চরম দুর্ভোগ সহ ওটি একিট মরণ ফাঁদে পরিনত হয়েছে।
যে কোন মুহুর্তে দূর্ঘটনায় জান মালের অপুরনীয় ক্ষতির সমুহ আশংকা করেছে সচেতন জনতা।
সাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম শেখ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কেএম কাওসার আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জিকরুল হক বাদশা সত্যতা নিশ্চিত করে জানান বাস্তবতার আলোকে সমস্যাটি দ্রুত নিরসন করা প্রয়োজন।
এ ব্যপারে উপজেলা প্রকৌশলী এম এ মান্নাফ শাহের সাথে কথা হলে তিনি বলেন ব্রীজটি ভেঙ্গে সেখানে নুতন ব্রীজ নির্মাণের জন্য ইতোমধ্যেই প্রস্তাবনা প্রেরন করা হয়েছে।
বীরগঞ্জ, দিনাজপুর।
তারিখঃ ২৪.৭.২০২০ ইং
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.