|| ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
পীরগঞ্জের চতরায় অতি গুরুত্বপূর্ণ বাইপাস রাস্তার দিকে কারো নজর নেই-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ জুলাই, ২০২০
পীরগঞ্জ থেকে,
উপজেলার এটি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ রাস্তা, পীরগঞ্জের ভেন্ডা বাড়ি থেকে ঘোড়াঘাট পর্যন্ত এক রাস্তা হিসাবে পরিচিত। আগের যুগের লোকজন এই রাস্তা দিয়ে গরু- মহিষের গাড়ি করে মালামাল বহন করতেন । অনন্তপুর আশ্রয়ন প্রকল্প থেকে অনন্তপুর শিশু ক্লিনিক পর্যন্ত একটি ব্রিজ না থাকার কারনে অকেজো হয়ে পড়েছে। ব্রিজটি নির্মান করা হলে পূর্বের মতো করে লোকজন অনায়সে চলাচল করতে পারে। মাত্র কটার কিলোমিটার রাস্তা সংস্করণ করলে চতরাহাটের উপর কিছুটা চাপ কমবে বলে একটি সূত্র দাবি করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.