|| ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
বাংলাদেশ সমিতি শারজাহের মানবিক সহায়তা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ জুলাই, ২০২০
এস ডি স্বপন, আরব আমিরাত থেকে,
গতকাল বাংলাদেশ সমিতি শারজাহ কার্যালয়ে সমিতির সদস্য মাওলানা আব্দুস শুকুর গুরুতর অসুস্থ হয়ে দেশ ফিরতে চাইলে সমিতির পক্ষ থেকে বিমানের টিকেট ও দেশে যাওয়ার সকল ব্যবস্থা করে দেয় বাংলাদেশ সমিতি শারজাহ। এ সময় সমিতির নানা সদস্যের পক্ষ থেকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
সমিতির পক্ষ থেকে টিকেট প্রদান করেন সমিতির সভাপতি আলহাজ্ব এম এ বাশার, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদ, সহ সভাপতি শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক বদিউল আলম, প্রকাশনা সম্পাদক ইমাম হোসেন জাহিদ পারভেজ সহ অন্যান্যরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহের অন্যতম সদস্য ও দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম।
নেতৃবৃন্দ সমিতিকে বেগবান করতে কনসাল জেনারেল জনাব ইকবাল হোসেন খানের ভূমিকা উল্লেখ করে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান। এদিকে উত্তর আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের জন্য সমিতিতে প্রতিদিন পাসপোর্ট সেবা প্রদান করা হচ্ছে । এ সেবা গ্রহণ করতে সমিতির পক্ষ থেকে প্রবাসিদের প্রতি অনুরোধ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.