|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে র্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ জুলাই, ২০২০
মুন্সীগঞ্জ প্রতিনিধি: সিরাজদিখানে র্যাবের অভিযানে রেশমা বেগম (২২) নামে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গত ২১ জুলাই মঙ্গলবার রাত ৭ টায় উপজেলার রাজনগর থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী রেশমা বেগম ওই গ্রামের স্বামী- আক্তার হোসেন স্ত্রী। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ৩৫ গ্রাম উদ্ধার করা হয়েছে।
র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী জেলা পুলিশ সুপার প্রণব কুমারের নেতৃত্বে সঙ্গীয় র্যাব সদস্যসহ গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর সাকিনস্থ জৈনক আক্তার হোসেন মুন্সীর দোচালা টিনের ঘরের সামনে থেকে রেশমা বেগম কে ৫০ পিস ইয়াবা ও ৩৫ গ্রাম গাজাসহ গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী রেশমার বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.