|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
ফেনী জেলা সমিতি ইউএসএ এর উদ্যোগে ছাগলনাইয়া উপজেলায় ত্রান সামগ্রী বিতরন – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ জুলাই, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ করোনা প্রতিরোধকল্পে শনিবার (১৮ জুলাই) সকাল ১০ টায় দক্ষিন যশপুর দাউদ হোসেন মজুমদার বাড়ির প্রাঙ্গঁনে প্রায় ৮০ জন গরীব, অসহায়, দুঃস্থদের মাঝে ত্রান বিতরন করার আয়োজন করেন জেলা সমিতি ইউএসএ (আমেরিকা প্রবাসী)। উক্ত ত্রান বিতরনে উপজেলা আওয়ামী যুবলীগের অর্থ সম্পাদক জালাল হোসেন মজুমদার আশিব'র উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ৭ নং ওয়ার্ড (দক্ষিন যশপুর) পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম স্বপন। এসময় আরো উপস্থিত ছিল সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। জালাল হোসেন মজুমদার আশিব জানান, জেলা সমিতি (ইউএসএ) এর পক্ষ থেকে উপজেলায় বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে গরীব, অসহায়, দুঃস্থ্যদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.