|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ায় বর্ষায় বৃষ্টিতে ফুটপাতের দোকানের দুর্বিষহ বেচাকেনা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ জুলাই, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়া:
ঈশান কোনে মেঘ এলে শুরু হয় তরিগরি। বৃষ্টির দিনে ফুটপাতে দোকানীদের কষ্টের সীমা নেই। এমনিতে করোনা আতংক তার উপর দোকান বন্ধ আর সাজানোতে সময় চলে যায়। ফুটপাতের ক্ষুদ্র দোকানিদের বৃষ্টিতে কেনা বেচা খুবই কষ্টসাধ্য।
আকাশ জুড়ে কালো মেঘ, ধমকা হাওয়ার সাথে ধুলাবালির উড়াউড়ি। ফুটপাতের দোকান নিয়েও তখন উড়াউরি শুরু হয় দোকানির। মাস, পলিথন ও রশি দিয়ে শক্ত করে বেধে রাখেন। কিন্তু জুতার দোকান কিংবা কাপড়ের দোকানে শুধু পলিথিন টাঙানো হলে হয় না, পলিথিন মোড়িয়ে অপেক্ষা করেন তারা। শুরু হয় বৃষ্টি কচুয়া পৌর বাজার ও উপজেলার বিভিন্ন বাজারে সবজির দোকান বসে কিন্তু বেচা বিক্রি অনেক কম। শুধু সবজির দোকান নয়, বিভিন্ন জাতের ফল, মনিহারীসহ সব দোকানীর বেচা বিক্রি খুবই কম। এতে করে ক্ষুদ্র এ ব্যবসায়ীরা পরিবার পরিজন নিয়ে দুবির্ষহ জীবন কাটাচ্ছেন।
ফলের স্বাদও কমে যায় বৃষ্টিতেও । এ কারনে অলস দুপুরে বেচাকেনা খুব কম হয়েছে। লকডাউনে ক্ষতি পোষনো কিংবা ঋনের টাকা এভাবে দোকান চালিয়ে উঠানো অনেক কষ্টসাধ্য বলে দৈনিক বাংলার অধিকার কে জানায় অধিকাংশ ফুটপাতের দোকানিরা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.