|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
নান্দাইলে গরু বোঝাই ট্রাকে প্রাণ গেল অটো রিকশা চালক সহ ৩ জনের -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ জুলাই, ২০২০
ফরিদ মিয়া,নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মেরেঙ্গা বাজারসংলগ্ন চরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোচালক মো. হানিফ মিয়া (২২) নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের ফাইজুল মিয়ার ছেলে ও যাত্রী মো. আরিফ মিয়া (২৫) একই গ্রামের রেণু মিয়ার ছেলে। নিহত অরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা দৈনিক বাংলার অধিকার কে জানান, ময়মনসিংহ থেকে আসা গরুবোঝাই একটি ট্রাক বিপরীতমুখী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোচালকসহ দুজন ঘটনাস্থলেই মারা যান।
এ ছাড়া আরও একজনকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন মারা যান।
তবে এ ঘটনার পর পরই ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যান চালক।
নান্দাইল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক জিয়াউল হক জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.