|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যাক্তিদের লাশ দাপন করল ইসলামিক ফাউন্ডেশন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ জুলাই, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের লাশ দাফনে অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করে তার স্বজন ও স্থানীয়রা। পরে ছাগলনাইয়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সহায়তায় মৃত ব্যাক্তিদের লাশ দাফন করা হয়। এ তথ্য নিশ্চিত করেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের।
জানা গেছে, উপজেলার পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে মোট ১৬ জন আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। উপজেলায় যারা করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরন করেছে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের'র গঠিত ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সেচ্ছাসেবক ধারা দাফনের কাজ সম্পন্ন করেছে বলে জানাযায়। মৃতব্যাক্তিরা হলেন, পৌরসভার হিছাছরার গ্রামের শেখ রফিকুল হক মজুমদার (দাফন- ৬-৫-২০২০), পশ্চিম ছাগলনাইয়ার শহীদ উল্যাহ মজুমদার (২৮-৫-২০২০), পূর্ব পাঠানগড়'র হুমায়ুন কবির (৩০-৫-২০২০), পৌরসভার দক্ষিন সতর নুর নবী মির্জা (৬-৬-২০২০), পাঠানগর ইউনিয়নের পশ্চিম শিলুয়ার আব্দুর রব (৬-৬-২০২০), পৌরসভার দক্ষিন সতর আবু তাহের চৌধুরী (৭-৬-২০২০), রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রাম জহিরুল হক (২৫-৬-২০২০), পৌরসভার বাঁশপাড়া হাজী নুর হোসেন (২৩-৬-২০২০), পৌরসভার দক্ষিন সতর মোঃ আবু ছৈয়দ (২৬-৬-২০২০), পৌরসভার বাঁশপাড়া আবদুল মোমিন (২৫-৬-২০২০), পাঠানগর ইউনিয়নের পূর্ব শিলুয়া সাবিয়া আরজুমান (২৬-৬-২০২০), রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা রেহেনা আক্তার (২৮-৬-২০২০), মহামায়া ইউনিয়নের মাটিয়াগোধা আয়েশা আক্তার (৩০-৬-২০২০), পাঠানগড় ইউনিয়নে গতিয়া সোনাপুর মোজাম্মেল হক খোন্দকার (১-৭-২০২০), শুভপুর ইউনিয়নের দক্ষিন মন্দিয়া রুছিয়ারা বেগম (৩-৭-২০২০) ও পৌরসভার দক্ষিন যশপুরের আবুল কালাম আজাদ (দাফন ৪-৭-২০২০)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের জানান, করোনা উপসর্গে মারা যাওয়ার কারণে মৃতব্যাক্তিদের দাফন কাজে আমি নিজে উপস্থিত থেকে ইসলামি ফাউন্ডেশনের সেচ্ছাসেবকদের মাধ্যমে দাফন কাজ সম্পন্ন করেছি। আগামীতেও ইনশাআল্লাহ্ কেউ যদি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরন করে ইসলামি ফাউন্ডেশন'র সেচ্ছাসেবকদের মাধ্যমে মৃতব্যাক্তির লাশ দাফনে সর্বদা প্রস্তুুত আছে বলে দৈনিক বাংলার অধিকার কে জানান। পাশাপাশি উপজেলাবাসিকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানান। মহান রাব্বুল আলামিন করোনা ভাইরাস থেকে সকলকে হেফাজতে রাখুক, আমিন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.