|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া করোনা উপসর্গ নিয়ে চিরনিদ্রায় নিজ গ্রামে শায়িত হলেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব জুলফিকার সিদ্দিক- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ জুলাই, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
চিরনিদ্রায় নিজ গ্রামে শায়িত হলেন ছাগলনাইয়া উপজেলা ঘোপাল ইউনিয়নের আলোকদিয়া গ্রামের বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, উপজেলা আ'লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব জুলফিকার সিদ্দিক (৫২)। করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে শুক্রবার (৩ জুলাই) দুপুর ১ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন. ইন্না ইল্লাহী ওয়াইন্না ইলাহী রাজেউন। মরহুমের গ্রামের বাড়ি আঙ্গিনায় রাত সাড়ে ৯ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। করোনা উপসর্গ হওয়াতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী'র পৃষ্ঠপোষকতা, উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিম'র ১২ সদস্যবিশিষ্ট সেচ্ছাসেবক মরহুমের দাপন সম্পন্ন করেন। মরহুমের জানাযা উপস্থিত হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান অশ্রুসিক্ত হয়ে উনার স্মৃতিচারন করেন। উক্ত জানাযা আরো উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানা ইনচার্জ অফিসার মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ, ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, উপজেলা আ'লীগের সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মি, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ। উপস্থিত সকলেই মরহুম আলহাজ্ব জুলফিকার সিদ্দিক'র রুহের মাগফিরাত কামনা ও মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া প্রার্থনা করেন, যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করে, আমিন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.