|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সোনাগাজীতে নন এমপিও শিক্ষক কর্মচারীদের বিশেষ অনুদানের চেক বিতরণ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ জুলাই, ২০২০
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সোনাগাজী উপজেলাধীন বিভিন্ন স্কুল ও কলেজের নন এমপিও শিক্ষক ও কর্মচারীদের ২৬ জনকে বিশেষ আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। ২ই জুলাই দুপুরে সোনাগাজী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত, উপজেলা অডিটোরিয়ামে চেক বিতরণ অনুষ্ঠান সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি নাছরিন আক্তার, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল আমিন, এনায়েত উল্যাহ মহিলা কলেজের প্রিন্সিপ্যাল মাইন উদ্দিন চৌধুরী প্রমূখ। করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের আর্থিক প্রণোদনা দেওয়ায় শিক্ষকগণ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.