|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আজ হাসান স্যারের ৪১তম জন্মদিন,মানব উন্নয়ন ফাউন্ডেশনের অভিনন্দন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ জুলাই, ২০২০
মোঃইব্রাহিম খলিল পন্ডিত, বিশেষ প্রতিনিধি,দৈনিক বাংলার অধিকার।পহেলা জুলাই ২০২০ রোজ বুধবার, বিশিষ্ট শিক্ষক, সাংবাদিক ও মানব উন্নয়ন ফাউন্ডেশনের সমাজ কর্মি হাসান আহমেদ স্যারের ৪১তম জন্মদিন। তিনি ১৯৭৯ সালের ০১জুলাই চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মনিপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহন করেন। বাবা মোহাম্মদ লোকমান হোসাইন মাতা ফিরোজা বেগম এর ৪ ছেলে ২ মেয়ের মধ্যে তিনি বড় সন্তান। তিনি চিতোষী আর এম উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৪ সালে এসএসসি পাস করেন। ১৯৯৬ সালে মেহার ডিগ্রী কলেজ থেকে এইচ এস সি ও ১৯৯৮ সালে স্নাতক ডিগ্রী এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ২০০০সালে সমাজ বিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পাশাপাশি ২০০১ সালে নাট্রাম থেকে কম্পিউটারে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন। শিক্ষা জীবন শেষ করে মাটির টানে শহর থেকে গ্রামে চলে আসেন। ২০০২ সালে চিতোষী বাজারে গড়ে তোলেন আইটি প্রতিষ্ঠান। কিন্তু গ্রামে তখনও প্রযুক্তির বিকাশ না ঘটায় প্রতিষ্ঠানটি আলোর মুখ দেখে নাই। তারপর আবারও শহরে চলে যান। কিন্তু যার মনে মাটি ও গ্রামের মানুষের প্রতি ভালবাসা রয়েছেন সে কি আর শহরে থাকতে পারেন। চলে আসেন গ্রামে জড়িয়ে পড়েন শিক্ষকতা পেশায়। বর্তমানে শাহরাস্তি উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ ভোলদিঘী কামিল মাদ্রাসায় আইসিটি শিক্ষক হিসাবে সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। এছাড়া তিনি শাহ্রাস্তি উপজেলার প্রানকেন্দ্রে প্রতিষ্ঠা করেন শাহ্রাস্তি ইন্টারন্যাশনাল স্কুল নামে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। ব্যক্তিগত জীবনে বিবাহিত ও রিজওয়ান বিন হাসান রাফি ও রুবাইয়া তাহসিন নূর নামে দুই সন্তানের পিতা। তার স্ত্রী প্রয়াত মুক্তি যোদ্ধা শাহ আলম ভূইয়ার জেষ্ঠ কন্য গুলশান আরাও পেশায় একজন স্কুল শিক্ষক। তিনি নিজ মেহার পাইলট মডেল স্কুলে কর্মরত আছেন। সাংবাদিকদের প্রতি রয়েছে তার বিশেষ অনুরাগ। তাই তিনি এ পেশায় যারা কাজ করেন তাদেরকে অনেক পছন্দ করেন ও ভালোবাসেন। আর এই পছন্দ ও ভালোবাসার কারনে তিনিও এ পেশায় তার নাম লেখান। ইতিমধ্যে তিনি একজন প্রতিভাবান সাংবাদিক হিসাবে পরিচিতি লাভ করেছেন। বর্তমানে তিনি দৈনিক চাদপুর সংবাদ সাপ্তাহিক আইন সমাজ পত্রিকায় সিনিয়র রিপোটার হিসাবে দায়িত্ব পালন করেন। । জন প্রিয় অনলাইন পত্রিকা ‘দৈনিক তারন্য বিডি২৪ ও সময়ের সংবাদ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন। যার রক্তে মানুয়ের প্রতি ভালবাসা সে কি আর সামাজিক কাজ থেকে দুরে থাকতে পারেন। তিনি শাহ্রাস্তি উপজেলার সবচাইতে জনপ্রিয় সামাজিক সংগঠন “সজাগ ফাউন্ডেশনের” দপ্তর সম্পাদক ও “ বিজয়পুর স্টুডেন্ট ফাউন্ডেশনের” পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়া “বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি” শাহরাস্তি পৌরসভা্ এর সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এই মহান শিক্ষক শুধু সমাজ নিয়ে চিন্তা করে বসে নেই। তিনি শিক্ষকদের পাশে থেকে তাদের অধিকারের কথা বলার জন্য সকল সময় কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি শাহ্রাস্তি উপজেলায় ২টি শিক্ষক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি বাংলাদেশ মাদ্রাসা সাধারন শিক্ষক এসোসিয়েশান (বিএমজিটিএ) শাহরাস্তি উপজেলার সাধারন সম্পাদক ও বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশান শাহরাস্তি উপজেলা এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, মানুষ সততা নিষ্ঠা ও ধৈয্য সহকারে কাজ করলে সফল না হয়ে পারেন না। আপনি যদি এই তিনটা গুনকে লালন পালন করেন সফলতা আপনার জীবনে আসবেই।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.