|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
চাঁদপুর জেলা পুলিশ সুপার করোনা আক্রান্ত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ জুন, ২০২০
মোঃ ইমান হোসাইন, ব্যাুরো প্রধান,
দৈনিক বাংলার অধিকার, চাঁদপুর।
করোনার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধা চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব,মাহবুবুর রহমান পি পি এম ( বার) করোনাক্রান্ত হলেন।
গত ২৮/০৬/২০২০ খ্রিঃ তিনি তার নমুনা পরিক্ষার জন্য জমা দেন। গতকাল রাত ঢাকা থেকে ওনার করেনা পজেটিভ বলে জানানে হয়।আজ ৩০/০৬/২০২০ ইং রোজ মঙ্গলবার চাঁদপুর জেলা সিভিল সার্জন ডাঃ সাখাওয়াত উল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আজ দুপুরের দিকে পুলিশ সুপার চাঁদপুর মহোদয় সুচিকিৎসার জন্য রাজার বাগ পুলিশ লাইন হসপিটাল, ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। এই চৌকস পুলিশ সুপার ইতিমধ্যে সারা চাঁদপুর ব্যপি করোনা ভাইরাস সংক্রমন রোধে জেলা পুলিশের নিজস্ব তহবিল থেকে ত্রান সামগ্রী বিতরন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহন করেছেন।জনাব,মাহবুবুর রহমান ২০ তম বিসিএস এ বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।জেলা পুলিশের এ শীর্ষ কর্মকর্তা তার আশু রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.