|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পটুয়াখালীতে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ জুন, ২০২০
সুভাস দাস( পটুয়াখালী) জেলা প্রতিনিধি : পটুয়াখালীতে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে পটুয়াখালী জেলাবাসী। আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ভিত্তিক গ্রুপ ‘পটুয়াখালীতে করোনা টেস্টের ল্যাব চাই’ উদ্যােগে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর হাতে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, এপ্রিল মাসে পটুয়াখালীতে প্রথম করোনা রোগী সনাক্ত হয়। এরপরে ১০ জুন থেকে জেলায় জ্যামিতিক হারে করোনা রোগী বাড়ছে। ইতোমধ্যে জেলায় বিভিন্ন এলাকা চিহ্নিত করে রেড জোন ঘোষণার প্রস্তাব করা হয়েছে। বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যায় পটুয়াখালী জেলা ২য়। বরিশাল বিভাগে মাত্র একটি ল্যাব থাকায় নমুনা পরীক্ষার ফলাফল পেতে ৭ , ৮ দিন সময় লেগে যায়। বিভাগে একটি মাত্র ল্যাব থাকায় বেশির ভাগ নমুনা ঢাকায় পাঠাতে হচ্ছে। ফলে তৈরি হচ্ছে নমুনা জট। সিভিল সার্জন সুত্রে জানাগেছে, ২৩ জুন পর্যন্ত জেলার ৭৬৯ টি নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষামান রয়েছে। জেলায় দ্রুত কম পক্ষে ২০০ নমুনা পরীক্ষার সক্ষমতা সম্পন্ন পটুয়াখালীতে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলগের সভাপতি কাজী আলমগীর হোসেন, জেলা জাসদের সভাপতি অ্যাড. আবদুল হাই খন্দকার, সিপিবি সভাপতি মোতালেব মোল্লা, পটুয়াখালীতে করোনা টেস্টের ল্যাব চাই গ্রুপের এ্যাডমিন নাসরিন মোজাম্মেল এমা, পটুয়াখালীতে করোনা টেস্টের ল্যাব চাই আন্দোলনের তরুণ উদ্যোক্তা অ্যাড. মুশফিকুর রহমান তুহিন প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.