|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া এক প্রসূতি মাকে রক্তদান করল ছাত্রলীগ নেতা সাইদুল হাসান আরিফ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ জুন, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ মায়ের কোলজুড়ে আসবে নতুন অতিথি! তাকে স্বাগত জানানোর আয়োজনে কোনো কমতি নেই যেন পরিবারের! আসছে সেই মাহেন্দ্রক্ষণ, ডাক্তার জানালেন প্রসূতির জন্য রক্ত লাগবে! সবার মাথায় যেন বাজ পড়ল! হঠাৎ রক্ত পাবে কোথায়? পরিবারে রক্তদান সক্ষম কেউ আছে কি না তা না দেখেই শুরু হলো ছোটাছুটি পরিবারে সদস্যগন! সবাই হন্যে হয়ে ছুটছে রক্তের জন্য! এমনটা যে হঠাৎ হঠাৎ দেখা যায় তা নয়! পুরো বাংলাদেশে এটা প্রায় প্রতিদিনকার ঘটনা। শুধু তাই নয়, দেশের অর্ধেকের বেশি মানুষ নিজের রক্তের গ্রুপটাও জানেন না! তাছাড়া রক্তদান সম্পর্কে অনেকের নেতিবাচক ধারণা তো আছেই। এমনটা হয় অসচেতনতার কারণে। আরেকদিকে চলছে বিশ্ব করোনা ভাইরাসের মহামারি থাবা!! এসব দেখে এক প্রসূতি মায়ের জন্য এগিয়ে আসল ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুল হাসান আরিফ আর ভাবলেন এ অসচেতনতা দূর করতে হবে। ভাবনার বাস্তবায়নে নেমে পড়লেন কাজে। চেষ্টা করেন মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিরও। এছাড়াও ‘সৃষ্টির জন্য ভালোবাসা’ এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে কাজও করছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে। শনিবার (২৭ জুন) সকাল ১০ টায় পৌরসভা কেন্দ্রিক অবস্থিত তারেক মেমোরিয়াল হাসপাতালে উপজেলা পাঠানগর ইউনিয়নের বাংলাবাজারের নুরজাহান (২৮) নামক এক প্রসূতি মায়ের জীবন রক্ষার্থে সেচ্ছায় রক্তদান করেন উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুল হাসান আরিফ। রক্তদান বিষয়ে জানতে চাইলে সাইদুল হাসান আরিফ মুঠোফোনে জানান, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। অসহায়, নিপীড়িত মানুষদের পক্ষে সেবামুলক কাজ করে আমি আনন্দিত হই, তারই ধারাবাহিকতা আজও এক প্রসূতি মাকে রক্তদান করে নিজেকে সৌভাগ্য মনে হচ্ছে। তিনি আরো জানান, এই ধরনের সেবামুলক কাজ যতদিন মহান রাব্বুল আলামিন আমাকে বেঁচে থাকার তৌপিক দান করবে ততদিন সাধারন মানুষের রক্তের প্রয়োজনে এগিয়ে আসব। এই রক্তদান সাইদুল হাসান আরিফ'র ১০ তম হয়েছে বলে জানাগেছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.