|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ার শুভপুরে মাদক সম্রাট জাহাঙ্গীর আলম ফের সক্রিয় – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ জুন, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলা শুভপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জয়পুর গ্রামের মোঃ ইউনুস প্রকাশ ছুট্টু মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম ফের মাদক বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসি অভিযোগ করে বলেন, বিগত ৭-৮ মাস আত্মগোপন করার পর দেশে এসে ফের মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে। মাদক সম্রাট জাহাঙ্গীর আলম বিভিন্ন ভাবে কৌশল অবলম্ভন করে প্রতিদিন ১০ টায় থেকে ১২ টার মধ্যে ছাগল চরানোর নাম করে ২-৩ জন ছেলেকে ব্যবহার করে মাদক সাপ্লাই দেওয়ার অভিযোগ করেন এলাকাবাসি। মাদক বিক্রির নিরাপদ স্থান হিসেবে বেচে নেয় তারা, গৌরাঙ্গের চায়ের দোকান, মাস্টার পাড়া জামে মসজিদ, রাজার হাট রবি টাওয়ারের আশেপাশে। চট্রগ্রাম মীরস্বরাই বারৈয়ারহাট, মুহুরিগন্জ ও ছাগলনাইয়ার বিভিন্ন স্থান থেকে মাদকসেবি ও মাদক বিক্রেতারা এসে ভিড় জমান বলে জানাগেছে। এলাকাবাসি আরো জানান, মাদক সম্রাট জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ইতিপূর্বে ছাগলনাইয়া থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩-৪ বার মাদক বিক্রির অপরাধে জেল খেটেছে। এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলাও রয়েছে তার বিরুদ্ধে। এলাকাবাসি উৎকন্ঠা কন্ঠে জানান শুভপুর ১ নং ওয়ার্ড যুবসমাজকে রক্ষা করতে হলে, চিহৃিত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করার কোন বিকল্প নেই। এইজন্য সংশ্লিষ্ট প্রসাশন'র প্রতি গ্রেফতারের জোর দাবি জানান। এবিষয়ে জানতে চাইলে ছাগলনাইয়া থানা ইনচার্জ অফিসার মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ মুঠোফোনো জানান, ইতিমধ্যে আমরা শুভপুর থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছি বাকিদেরও খুঁজে আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, সরকারের ঘোষনা অনুযায়ী আমরা মাদকমুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ী বা মাদক সেবনকারী যত বড়ই হোক আর যত শক্তিশালী হোক কাউকে ছাড় দেয়া হবেনা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.