|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
অতিরিক্ত সচিব মাহমুদ হাসান মুকুলের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ জুন, ২০২০
আতিকুর রহমান গাজীপুর: গাজীপুর জেলার শ্রীপুর থানার কৃতি সন্তান হাসান মাহমুদ মুকুল বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এর করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। পারিবারিক সূত্রে মাহমুদ হাসান মুকুল স্যারের ছোট ভাই রওশান হাসান জানান,ভাইজানের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে, আলহামদুলিল্লাহ। অক্সিজেন সাপোর্টও লাগছেনা, একা একা হাটতেও পারছে।ভাইজানের অবস্থা ভালর দিকে (সামান্য খেতে পারছেন, শরীরে শক্তি পাচ্ছেন, সিমটমগুলো ধীরে ধীরে ভালর দিকে যাচ্ছে)। আল্লাহ যেন সহায় হন, আমাদের সবার জন্য দোয়া করবেন। তিনি আরো জানান,আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে। এখন থেকে ওনার জন্য যতটুকু অক্সিজেন সাপোর্ট দরকার সেটা এখন কেবিনেই সম্ভব। উল্লেখ্য ,সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে অত্যন্ত প্রজ্ঞা, সততা, দেশপ্রেম ও মানবিক গুণাবলি দিয়ে নিরলসভাবে কাজ করে যাওয়া প্রাক্তন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার গাজীপুর নিবাসী মাহমুদ হাসান (মুকুল) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নানাবিধ রোগের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন । মহান আল্লাহর নিকট তাঁর দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা প্রার্থনায় গাজীপুরবাসী।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.